আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৯৩ জন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ১২ ইউনিয়নে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম জানান, চেয়ারম্যান পদে আলগী ইউনিয়নে ৭ জন, আজিমনগর ইউনিয়নে ৭ জন, চান্দ্রা ইউনিয়নে ৫ জন, চুমুরদী ইউনিয়নে ৫ জন, ঘারুয়া ইউনিয়নে ৮ জন, হামিরদী ইউনিয়নে ৬ জন, কালামৃধা ইউনিয়নে ১১ জন, কাউলীবেড়া ইউনিয়নে ৬ জন, মানিকদহ ইউনিয়নে ৮ জন, নাসিরাবাদ ইউনিয়নে ৮ জন, নুরুল্লাগঞ্জ ইউনিয়নে ৬ জন, তুজারপুর ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর