গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল