কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবিরে কথিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মোহাম্মদ হাসিমের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে হত্যা করেছে।
নিহত হাসিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান চৌধুরী জানান, লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ এবং রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন হাসিম।
বিডি প্রতিদিন/ফারজানা