ময়মনসিংহের ফুলপুরে প্রেমিকার পক্ষ থেকে প্রেম প্রত্যাহার করায় জীবন হাসান (১৯) নামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জীবন উপজেলার পয়ারি ইউনিয়নের পয়ারি দ্বিতীয় খন্ড গ্রামের রুহুল আমিনের ছেলে ও ফুলপুর সরকারি কলেজ থেকে ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, জীবনের একই ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে কিশোরী তার প্রেম প্রত্যাহার করলে অভিমানে সোমবার (১ অক্টোবর) আনুমানিক বিকাল সাড়ে ৪টায় কীটনাশক বিষপান করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন।
এসআই সোলায়মান হক বলেন, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে।
এছাড়াও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে আর লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির