ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে (৩০) চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা উপজেলার মালিপাড়া গ্রামের বাসের হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা শহরের ফাতেমা মার্কেটের নিউ বিশ্বাস গার্মেন্টসের দোকানে প্রবেশ করে। এরপর দোকান মালিক ইয়াসিন আলীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় দোকানদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং সশস্ত্র অবস্থায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঙ্গীদের নিয়ে জোরপূর্বক দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পাশাপাশি প্রায় ২০ হাজার টাকার শার্ট, প্যান্ট ও টি-শার্টসহ বিভিন্ন কাপড় নিয়ে যায়। আসার সময় ভয়ভীতি দেখিয়ে আরও ১লাখ টাকা চাঁদা দাবি করে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ টাকা দেওয়ার নির্ধারিত সময় ছিল। উপায় না পেয়ে গার্মেন্টসের মালিক ইয়াসিন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কামাল, পৌর এলাকার কাজীপাড়া গ্রামের সমশের আলীর ছেলে আকাশ ও উত্তরপাড়া মাজেদ বিশ্বাসের ছেলে সীমান্তের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল গিয়ে তদন্ত করে ওই দোকানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজে বিষয়টি স্পট দেখতে পায়। ঘটনা সত্যতা পাওয়ায় চাঁদাবাজি মামলা এজাহার হিসাবে গ্রহণ করে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করে আদালতে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/আবু জাফর