মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার সকালে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
জেলা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক আইনজীবী ইব্রাহিম শাহীন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির