কুড়িগ্রামে আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী (সাবেক এমপি), সহ-সভাপতি চাষি এম.এ করিম, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি এডভোকেট এসএম আব্রাহাম লিংকন,পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আবুল কালাম আজাদ, এডভোকেট রুহুল আমিন দুুলাল, মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির