টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৩ হাজার ৮শত ৯০ জন কৃষকদের মাঝে শরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির ভিডিও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কম্বাইন হারভেস্টার মেশিন হস্থান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন