বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনায় এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাঁশ বাগানে মলত্যাগ করতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে বুধবার সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জব্বার মোল্লা (৫০) একই এলাকার ছিডু মোল্লার ছেলে এবং পেশায় একজন মৎস্যজীবী ছিলো।
নিহতের বড় ভাই ছত্তার মোল্লা জানান, গত মঙ্গলবার ভোরে একই এলাকার রাকিব বালী বাড়ির কাছেই বাঁশ বাগানে মলত্যাগের জন্য প্রস্তুতি নিলে জব্বার বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জব্বার ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই রাকিব ও তার স্বজনরা তার (জব্বার) উপর অতর্কিতে হামলা চালায়। প্রতিপক্ষের লাঠিসোটা এবং ইটের আঘাতে জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে জব্বারের স্বজনরা প্রতিরোধ করার চেষ্টা করলে হামলকারীরা পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাকিবের মা পারভীন বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এএম