নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত এবং নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএম-বার), জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া, পশু সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রউফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কমিশনার হাসিব বিন সাদাদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম