নওগাঁ সদরে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ হাছেন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তিলকপুর মুসলিম হাইস্কুলের সামনে থেকে পিকআপ ভ্যানসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হাছের আলী জেলার বদলগাছী থানার ভবানিপুর গ্রামের আরজ উদ্দিন সোনারের ছেলে। র্যাব-১২ বগুড়া বুধবার দুপুর ১২টায় তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুমিল্লা থেকে পিকআপ ভ্যানে মাদকের বড় চালান নওগাঁ আসবে। এরপর তাদের একটি দল তিলকপুর মুসলিম হাইস্কুলের সামনে চেকপোস্ট চালিয়ে যানবাহন তল্লাশি করতে থাকে।
একপর্যায় রাত ১টায় পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশির সময় তার পেছনের কাভার্ড থেকে ৫০টি প্যাকেটে থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হাছেন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবারহ করতেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/এমআই