“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে গাজীপুরের শ্রীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সফল সমবায়ী প্রতিষ্ঠান, ব্যক্তির মাঝে পুরষ্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী সমবায় অফিসার মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস—চেয়ারম্যান মো. মাহ্তাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা বাইশ চেয়ারম্যান মোসা. লুৎফুন্নাহার মেজবাহ,  শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মো. মাসুদ আলম ভাঙ্গী প্রমূখ। অনুষ্ঠান শেষে শ্রীপুরের প্রধান সড়কে এক র্যালি অনুষ্ঠিত হয়।
 
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        