ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যার পর উপজেলার লাউতলা ও বানুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকেলের দিকে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী এলাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতুর প্রায় ১০ জন সমর্থক ভোট প্রচারে যায়। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুম ও তার ভাইয়ের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। এ সময় রড, হাতুড়ি দিয়ে তাদের পিটিয়ে জখম করে। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রাসেল হোসেন, হাসেম আলী, ইয়াকুব আলী, তবিবুর রহমান, আশিকুর রহমান, ইয়াদুল হোসেনসহ ১০ জন।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুমের নেতৃত্বে ৫টি মোটরসাইকেলে ১০/১২ জন উপজেলার বানুড়িয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চা দোকানী তাহাজ্জুদকে মারধর করে। এ সময় স্থানীয়রা চা দোকানীকে মারধরের প্রতিবাদ করে এবং স্থানীয় জনরোষে ৩টি মোটরসাইকেল ফেলে ফেলে পালিয়ে যায় নৌকা প্রার্থীর সমর্থকরা। এরপর নৌকা প্রার্থীর সমর্থক ইয়াদুলকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
রাসেল হোসেন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কালুখালী বাজারে ভোট প্রচারে যাই। ওই সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার ছেলে মাসুমের নেতৃত্বে কয়েকজন তাদের উপর হামলা চালিয়ে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতু জানান, ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। তবে জানতে পেরেছি আমার সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে।
নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানা জানান, সংঘর্ষের কথা শুনেছি। ওই সময় আমি মিটিং করছিলাম। ইয়াদুল নামে আমার এক সমর্থককে আহত করা হয়েছে এবং আমার তিনটি মোটরসাইকেল বানুড়িয়া বাজারে রয়েছে বলে জানি।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহাফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন