কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রির নগদ টাকাসহ গুল ফরাজ (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে ও হ্নীলা ইউনিয়নের জাদীমুড়ার মালেক মিস্ত্রীর স্ত্রী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) খোরশেদ আলম ও উপ-পরিদর্শক রফিকের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আসামির নিজ বসত-বাড়িতে অভিযান পরিচালনাকালে বেশ কয়েকজন মাদক কারবারী পালিয়ে যায়। এসময় বসত-বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রির নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে গুল ফরাজকে (৩৫) আটক করা হয়।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর