ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। গতকাল মঙ্গলবার দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তিনটি নির্বাচনী সমাবেশ করেন। এছাড়াও একটি নির্বাচনী মতবিনিময় সভায় বিদ্রোহী প্রার্থীদের হুমকি এমনকি চেয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাকুয়া গ্রামে দলীয় প্রার্থী আব্দুস সালেক, বিকালে বড় পাঙ্গাসী ইউনিয়নের হুমায়ুন কবির লিটন এবং সন্ধ্যায় সলপ ইউনিয়নের শওকত ওসমানের পক্ষে নির্বাচনী সমাবেশ করেন এমপি তানভীর ইমাম। এসব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ উঠেছে, এসব সমাবেশে প্রকাশ্যে দলীয় প্রার্থীদের নৌকা প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন এমপি তানভীর ইমাম। একই সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের হুমকি দিয়ে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার না করলে হাত-পা ভেঙ্গে ফেলা হবে।
উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আকমল হোসেন জানান, মঙ্গলবার বাকুয়া গ্রামে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন এমপি সাহেব। সমাবেশে নৌকার পক্ষে তিনি ভোট প্রার্থনা করেছেন। বড় পাঙ্গাসী ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকালে হাওড়া এলাকায় নির্বাচনী সভা করছেন এমপি। প্রকাশ্যে জনসভায় বক্কার চেয়ারম্যান সর্বহারা ও সন্ত্রাসী, তাকে ভোট দিবেন না বলে জনগণকে বলেন। যা সম্পূর্ণ বেআইনি।
নাম প্রকাশ না করার শর্তে স্বতন্ত্র প্রার্থীরা জানান, গত কয়েকদিন ধরে আচরণ বিধি লঙ্ঘন করে এমপি তানভীর ইমাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি নির্বাচনী জনসভায় পুলিশী প্রটোকল ব্যবহার করছে এমপি তানভীর ইমাম। এমপির লোকজন স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। ফলে স্বতন্ত্র প্রার্থী ও ভোটাররা চরম আতংকের মধ্যে রয়েছে। এমনকি এসব বিষয়ে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন প্রার্থীরা। তাদের অভিযোগ প্রতীক বরাদ্দ না হলেও আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক শো-ডাউন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, এমপি মহোদয় নির্বাচনী সমাবেশ করেছেন- কেউ যদি এমন অভিযোগ করে তাহলে সেটা তদন্ত করে দেখা হবে। সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম জানান, সংসদ সদস্যদের নির্বাচনী সভায় বা প্রচারণায় অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-আংশিক) সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার ব্যক্তিগত সহকারী আহসান হাবিব উজ্জল জানান, এমপি সাহেব তার রুটিন অনুযায়ী মিটিং করেছেন। কোনো নির্বাচনী সমাবেশ করেননি। কোনো ভোট প্রার্থনা বা হুমকি দেন নি। প্রতিপক্ষ মিথ্যা কথা রটাচ্ছেন।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ নভেম্বর।
বিডি প্রতিদিন/আবু জাফর