শিরোনাম
- আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
- “১০-১৫ রান কম হয়েছে”: হারের পর স্বীকারোক্তি শ্রীলঙ্কার অধিনায়কের
- “সাইফ পারবে, আমি জানতাম”: ম্যাচ জয়ের পর আরও যা বললেন লিটন
- সাকিবকে পেছনে ফেললেন লিটন
- ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার হৃদয়
- সুন্দরবনে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
- অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক
- শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল টাইগাররা
- রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান
- কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি
- পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার
- পানি নিষ্কাশনের পথ বন্ধ, বড়াইগ্রামে দুইশ’ পরিবার পানিবন্দী
- এক চ্যালেঞ্জের অভিজ্ঞতা, এক নতুন স্বপ্নের আহ্বান
- এখনো অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: চসিক মেয়র
- পানিতে জন্ম, প্রাণে ভয়: মস্তিষ্ক খেকো অ্যামিবায় পশ্চিমবঙ্গে মৃত্যু ১৬
- নওগাঁয় উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ
- ১৬৮ তে থামল শ্রীলঙ্কা
- শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া, টিকটক কেলেঙ্কারি থেকে ভাইরাল সিনেমায় ঝড়
- ভারী বৃষ্টিতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
- সংস্কৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি: কাদের গনি চৌধুরী
রাজশাহীতে পুলিশে চাকরি পেলেন ৫৪ জন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে ঘুষ ছাড়াই পুলিশে নিয়োগ পেয়েছেন ৫৪ জন। মৌখিক পরীক্ষা শেষে তাদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এখন সরকারি খরচে স্বাস্থ্য পরীক্ষায় উতরে গেলেই তাদের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের। পেশাদারিত্বের প্রশিক্ষণ শেষে তারা যোগ দেবেন কর্মস্থলে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের ধারণা পুলিশে তদবির আর ঘুষ ছাড়া চাকরি মেলে না। কিন্তু এই ধারণা এবার মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা চাকরি পেয়েছেন তারাও বলছেন একই কথা। তাদের ভাষ্য শুধু নিজের যোগ্যতায় তারা ধরতে পেরেছেন চাকরি নামের সোনার হরিণ।
রাজশাহী জেলায় নিয়োগ দেওয়ার কথা ছিলো ৫৪ জন। এরমধ্যে ৪৬ জন পুরুষ ও ৮ জন নারী। তবে অনলাইনে আবেদন করেন ৯ হাজার ৬৫৬ জন। পুলিশ সদর দফতর চাকরিপ্রার্থীদের আবেদনে দেওয়া তথ্য যাচাই-বাছাই করে। এতে বাদ পড়েন ৭ হাজার ৪৯৬ জন। বাকি ২ হাজার ১৬০ জন ডাক পান শারীরিক পরীক্ষার জন্য। ২৯ অক্টোবর শুরু হয় পরীক্ষা। নতুন নিয়মে কয়েকটি ধাপে শারীরিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন ৬২২ জন। তারা লিখিত পরীক্ষা দেন। এ পরীক্ষায় পাস করেন ১৫২ জন। সোমবার তাদের নেওয়া হয় মৌখিক পরীক্ষা। এরপর রাত ১২টার দিকে সবার উপস্থিতিতেই প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ৫৪ জনের পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় কেউ বাদ পড়লে অপেক্ষামান তালিকা থেকে নেওয়া হবে।
মোহনপুরের সাকিবুল হাসানের বাবা মারা গেছেন আট বছর আগে। মা কাজ করেন অন্যের বাড়িতে। সাকিবুল বললেন, আমরা ঘুষ ছাড়াই চাকরি পেয়েছি। চাকরিজীবনেও আমরা কোন ঘুষ নেব না। আমরা আজ যারা নির্বাচিত হয়েছি তারা প্রত্যেকেই নিজেদের যোগ্যতায় ঘুষ ছাড়া নির্বাচিত হয়েছি। তাই আমরা ভবিষ্যতে দেশপ্রেম নিয়েই কাজ করতে চাই।
রাতেই এসপি এবিএম মাসুদ হোসেন নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, নতুন নিয়মে এবার পুলিশে নিয়োগ হচ্ছে। অনলাইনে আবেদন করার পর তথ্য-যাচাই বাছাই করে শারীরিক পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা করেছে পুলিশ সদর দফতর। এরপর রাজশাহীতে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। এতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার খাতা কোড নম্বরে দেখা হয়েছে সদর দফতরে। যারা চাকরি পেয়েছেন তারা ঘুষ-তদবির ছাড়াই পেয়েছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির
এই বিভাগের আরও খবর