পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের লক্ষে কৃষকদের মাঝে ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এটি দিয়ে খুব অল্প সময়ে একই সাথে ধান কাটা ও মাড়াই করা যাবে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আজ বুধবার বেলা এগারোটায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এ মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এমআরএম সাইফুল্লাহ বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ১০ জন কৃষককে এ মেশিন প্রদান করা হয়। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ২৫ লাখ টাকা। এসব আধুনিক হারভেস্টারের সাহায্যে ঘণ্টায় দেড় একর জমির ধান কাটা এবং একই সাথে মাড়াই কাজ সম্পন্ন করা যাবে। ফলে কৃষকের উৎপাদন খরচ এবং সময় বাঁচাতে সক্ষম এসব প্রযুক্তি ব্যবহারে কৃষিতে বিপ্লব ঘটবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির