যশোরে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালক আব্দুল্লাহ (২২) সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ইজিবাইকচালক আব্দুল্লার ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতের দিকে তারা ঘুরুলিয়া মাঠে গিয়ে আব্দুল্লার গলা কাটা মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম