মেহেরপুরে কথা কাটাকাটির জের ধরে রাজিব নামে এক যুবককে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে সাব্বির ও তার বাহিনীর বিরুদ্ধে। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে সাব্বির। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের পুরাতন কাজী অফিস পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রাজিব মেহেরপুর শহরের পুরাতন কাজী অফিস পাড়ার সোহরাব উদ্দিনের ছেলে। আর সাব্বির পুরাতন পোস্ট অফিস পাড়ার মিজানুর রহমানের ছেলে। আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজারে রাজিব ও সাব্বিরের বাবা মিজানুর রহমানের মধ্যে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরপরই সাব্বিরের নেতৃত্বে একদল যুবক পুরাতন কাজী অফিস পাড়ায় রাজীবের ওপর হামলা চালায়।
এসময় রাজিবের পেটে ও পিঠে ছুরিকাঘাত ও মারধর করে মারাত্মক জখম করে। এর পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সাব্বির ও তার দলবলের ওপর হামলা চালায়। এসময় সাব্বির বাহিনীর অন্যরা পালিয়ে গেলেও সাব্বির গণপিটুনিতে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রাজিবের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ও পিঠে গভীর ক্ষত হয়েছে। এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সাব্বিরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই