দ্বিতীয় ধাপে জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৭টি ইউপিতে আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে নির্বাচনী সামগ্রী বিতরণ।
ক্ষেতলালের দুটি এবং আক্কেলপুরের ৫টি ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭টি ইউপির মধ্যে আক্কেলপুরের রুকিন্দিপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৬৭৩ জন। যার মধ্যে ৬৫ হাজার ২৪৫ জন পুরুষ এবং ৬৫ হাজার ৪২৭ জন নারী ভোটার। মোট ভোট কেন্দ্র ৬৩টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। সংরক্ষিত সদস্য পদে ৭৫ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ২০০ জন পুরুষ প্রার্থী। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা।
বিডি প্রতিদিন/এএ