বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়নের বৈল্লারচর বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনের একদিন আগে বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার জন্য মিন্টু কুমার সেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার কামালকে দায়ী করেছেন। তবে আক্তার কামাল বলেছেন, নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা দেখে মিন্টু সেন তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
লামা ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে বৈল্লারচর বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের খবর শুনে তারা সেখানে যান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে নির্বাচনী অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই