ময়মনসিংহের ফুলপুরে আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের আমুয়াকান্দায় আজ বুধবার দুপুর ১২টায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক মো. মতিউজ্জামান, মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ