নোয়াখালীর চাটখিলে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। একই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম (৩৩)। বিধান চন্দ্র দাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিধান চন্দ্র দাস মধ্য দশঘরিয়া দাস বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। নিহত পূর্ণ চন্দ্র দাস ও বিধান চন্দ্র দাস সম্পর্কে চাচা ভাতিজা ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
আদালত সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র দাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি সাইফুল ইসলাম নামেই পরিচিত হন। নিহত পূর্ণ চন্দ্র দাস ও বিধান চন্দ্র দাসের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করা অবস্থায় পূর্ণ চন্দ্র দাসকে হঠাৎ করে পেছন থেকে এসে একটি ছোরা দিয়ে গলা কেটে দেয় বিধান চন্দ্র দাস। এরপর সে পূর্ণের বুকে ও পিঠে আরও দু’টি কোপ দেয়।
এ সময় বাজারে উপস্থিত লোকজন বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত পূর্ণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিধানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন বিধান। এ ঘটনায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, বুধবার আসামির উপস্থিতিতে স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ শেষে বিচারক হত্যার ঘটনায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ