ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার বিকেল ৪টায় পৌরসভার সবুজবাগে হাবিবুর রহমান হাদির বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, বহিরাগতরা হামলা, অগ্নিসন্ত্রাস ঘটাতে পারে। নির্বাচনী প্রচার গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্ধ হয়ে গেলেও এখনো ইউনিয়নে প্রচুর বহিরাগত অবস্থান করছে। তারা ভোটারদের নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র হিসাবে আমি পরপর দুইবার জনগণের ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ভোট পেয়েছি। সোমবাড়িয়া বাজারে বহিরাগত বাহিনীর হামলায় আমার ৪ কর্মী আহত হয়। ইউপির ১, ২, ৩ এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিসন্ত্রাস, হামলা ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
বিডি প্রতিদিন/এমআই