খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবষেণা ইন্সটটিউট (বিনা), উপকন্দ্রের আয়ােজনে এবং চর, উত্তরাঞ্চল ও পাহাড়ী এলাকার উপযােগী ফসলের লাভজনক শস্য ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ কর্মসূচির অর্থায়নে কৃষি প্রশক্ষিণ, মাঠ দিবস ও বিনা-২০ ধান কাটার উদ্বােধন করা হয়।
বুধবার দিনব্যাপী ডলু ব্লকের প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্বাবধায়নে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমান এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ, অনুষ্ঠিত ,মাঠ দিবস ও বিনা ধান-২০ কাটা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষি বিভাগের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউটের ( বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও অংসিংহ্লা মারমা, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ