নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ না নেয়ায় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সাত্তারকে প্রাণনাশের হুমকি ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধার সন্তান বকুল হোসেনের উপর হামলা-মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা।
বুধবার বিকালে উপজেলার বনপাড়া বাজারের পৌরগেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে দোষীদের বের করে আইনের আওতায় না আনলে তারা সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেবেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার শামসুল হক, সাবেক কমান্ডার আব্দুস সাত্তার , মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদিকুল ইসলাম ও আবুল খায়ের সহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএ