খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার ১০ ইউপিতে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী ভোট গ্রহণকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের উপকরণ। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
গুইমারা উপজেলার সদর ইউপি, সিন্দুকছড়ি ও হাপঁছড়ি তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকে তিনজনসহ মোট ১০ জন ইউপি চেয়ারম্যান মাঠে রয়েছেন। সাধারণ ওয়ার্ডের সদস্য পদের বিপরীতে ৭২ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাটিরাঙ্গার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাত জনসহ মোট ১৭ জন ইউপি চেয়ারম্যান পদে লড়ছে। সাধারন ওয়ার্ডের সদস্য পদে বিপরীতে ২০৩ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাটিরাঙ্গা উপজেলার সাত ইউনিয়নে ৬৪টি ভোট কেন্দ্রের ১৯৮টি বুথে ৬৩ হাজার ২৬৩ জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ১১৩ জন ও নারী ভোটার ৩১ হাজার ১১৫ জন।
এছাড়াও গুইমারা উপজেলা তিন ইউনিয়নে ২৭টি ভোট কেন্দ্রে ১১৪টি বুথে ৩৪ হাজার ৮০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৪ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭৬৫ জন।
বিডি প্রতিদিন/এমআই