রাজবাড়ীতে আইজিপি কাপ-২০২১ জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান কাবাডি খেলার উদ্বোধন করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার কাবাডি দলগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিজয়ী দল জোনাল পর্যায়ে অংশগ্রহণ করবে। জয়ের ধারা অব্যাবহ রাখতে পারলে রাজবাড়ী জেলা কাবাডি দল আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় দেশ সেরা দল হতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মো. হেদায়েত হোসেন সোহরাপ, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম