দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সচেতন সমাজ রাজবাড়ীর উদ্যাগে বুধবার বিকেলে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফ সোহেন খান, সভাপতি সরোয়ার মোর্শেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, বসুন্ধরা সিমেন্টের এরিয়া ম্যানজার মো. জাফর ইকবাল, টিআইবির মাসুদুর রহমান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, শুভ সংঘের সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ রিপন, কালের কণ্ঠের রাজবাড়ী জলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা এ ঘটনার তীব্র নিদা জানানোর পাশাপাশি অবিলম্বে দায়ীদের গ্রেফতার দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ