কক্সবাজারের চকরিয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত নারী চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌর শহরের একটি রেস্তোরাঁয় তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। কিন্তু দুই বিদ্রোহী প্রার্থী তার কর্মী-সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হলে জালিয়াতির সুযোগ থাকবে না বলে তিনি মনে করেন। কৈয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তার মধ্যে আমিও একজন প্রার্থী। আমি নারী হওয়ায় তারা ( বিদ্রোহী প্রার্থীরা ) আমার কর্মী-সমর্থকদের মিটিং-মিছিল ও গণসংযোগে যেতে বাধা দিচ্ছেন।
ইতিমধ্যে ইভিএম দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদনও করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চকরিয়া উপজেলার ১০টি ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম