আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দলের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে শহর প্রদক্ষিণ করেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক আইনজীবী তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও আরিফুজ্জামান মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আইনজীবী আমিরুল আলম মিলন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির