জয়পুরহাটে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলার বীর নগর এলাকায় আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করে মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদ।
ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সায়েম উদ্দিন সরদার, মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
এসময় বক্তারা ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখানো পথে চলার জন্য সকলের প্রতি আহ্বায়ক জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির