বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আসর কাপাসিয়ার উপজেলার দরদরিয়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানায় উপস্থিত ছিলেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, কৃষক লীগের সাবেক সভাপতি মো: মোতাহার হোসেন মোল্লা, তাজউদ্দীন আহমদের ভাগিনা কৃষক লীগের উপদেষ্টা মো: আলম আহমেদ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান, গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: শামসুল আলম প্রধান, মরহুমের ছোট ছেলে ডা. রাকিব হোসেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধানসহ জেলা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ এর পুত্র শাহ রিয়াজুল হান্নানসহ হাজার হাজার মানুষ। অধ্যক্ষ মিজানুর রহমান মরহুমের জানাজার নামাজ পড়ান। পরে দরদরিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
এর আগে রাজধানী ঢাকার লক্ষীবাজারে সকাল ৯টা, ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান জানান, আফসার উদ্দিন আহমদ একজন আইনজীবী। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে মাত্র ছয়মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন। আফসার উদ্দিন আহমদ খান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তিনি সুপ্রিম কোর্টের গাজীপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ছিলেন।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আফছার উদ্দিন আহমদ খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া তাঁর মৃত্যুতে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান সমবেদনা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন