চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, কড়ইচুড়া, গুনারীতলা, বালিজুড়ি, জোড়খালী, আদারভিটা ও সিধুলী ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সবাই ব্যাপক জনপ্রিয়। তাই প্রার্থীতা নিয়ে যাতে নিজের মধ্যে মনোমালিন্য না হয় সেজন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বুধবার জামালপুর জেলা আওয়ামী লীগ ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যৌথ সভায় সকল মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যমতের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলায় দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত নির্বাচন করার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ