‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই’ শ্লোগান নিয়ে খানসামা উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে পল্লী রেশনসহ ১৫দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার সকালে খানসামা উপজেলা পরিষদ চত্বরে খানসামা উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সাংগঠনিক সম্পাদক সংগঠক এ্যাডভোকেট রেয়াজুল ইসলাম রাজুুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এডভোকেট মেহেরুল ইসলাম।
সম্মেলনে খানসামা উপজেলা ক্ষেতমজুর কমিটির বর্তমান সভাপতি জান্নাত আলীকে পুনরায় সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক দীপু অধিকারীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ক্ষেতমজুর সমিতির কমিটি ঘোষণা করা হয়।
পরে পল্লী রেশনসহ ১৫দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর খানসামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
সম্মেলনে ও স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড ইকবাল হোসেন সিদ্দিকী, জেলা ক্ষেতমজুর কমিটির সভাপতি এখলাছুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক হাফিজার রহমান, সহসাধারন সম্পাদক রণজিৎ কুমার রায়, উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আফজাল হোসেন, কমরেড শওকত আলী, ক্ষেতমজুর নেতা মো. আমিনুল হক, ক্ষেতমজুর নেত্রী মোছা. জহুরা, মোছা. নুরবানুসহ বিভিন্ন স্তরের কৃষক-কৃষাণী নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ