ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবিতে বুধবার দুপুরে খাদ্য গুদাম চত্বরের তেতুল তলায় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মো. জহুল হক, আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, মো. রফিকউদ্দিন মোল্যাসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক কর্মচারীর গ্রাচুয়েটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছে না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শ পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বিডি প্রতিদিন/এএ