যশোরের শার্শার বাগআচড়ায় দু'গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এঘটনায় বুধবার বিকালে বাঁগআচড়ার সাতমাইলে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থকবৃন্দ।
আহতের মধ্যে সদর হাসপাতালে ভর্তি রয়েছে আব্দুল খালেক খতিব, মোস্তাক ধাবক, আবু সাঈদ ধাবক ও মিশন বিশ্বাস। এছাড়া বাকি তিনজন প্রাথমিক চিকৎসা নিয়েছে।
গরু হাট শেষ করে আব্দুল খালেক খতিবসহ ১০/১২ টা মটরসাইকেল যোগে মঙ্গলবার রাত ১১ টায় ধাবকপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌছালে এলাকার সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় ৫ টি মোটরসাইকেল ভাংচুর করে ও ৪টি মোটরসাইকেল নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে বাঁগআচড়ার সাতমাইলে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থকবৃন্দ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান হামলার ঘটনা ও অবরোধের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন