রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিল কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
হলদিবাড়ি গ্রামের আহত সাবু মিয়া (৪৫), আব্দুল হাকিম, সালমা বেগমসহ ৫ জনই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাবিলপুর ইউপির ৪ নং ওয়ার্ডে প্রার্থী আমিনুল ইসলাম আমিন টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়। ১৭ নভেম্বর বুধবার দুপুরে ভুঁড়িভোজ শেষে শো-ডাউনের আয়োজন করেন বিজয়ী প্রার্থী। হলদিবাড়ি (নামাপাড়া) গ্রামের কছির উদ্দিনের ছেলে সাবু মিয়ার বাড়ির পাশে দিয়ে শোডাউন যাওয়ার পথে তার স্ত্রী মিনারা বেগম কোদাল হাতে নিয়ে লোকজনকে ধাওয়া করে।
এ সময় শো-ডাউনে অংশগ্রহণকারীদের সাথে সংঘর্ষ বাধে। এতে নারীসহ ৫ জন আহত হন।
সাবু মিয়ার পরিবারের সমর্থন দেয়া একই ওয়ার্ডের সদস্য প্রার্থী হাবিব মিয়া মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তাদর সমর্থকদের সাথে এই সংঘর্ষ হয়।
পীরগঞ্জ থানা ওসি সরেস চন্দ্র জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম