বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের খাওয়ানোর জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগের খাবার আয়োজন পন্ড করে দিয়েছে প্রশাসন। পরে ওই খাবার জব্দ করে স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
রামপট্টি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার রাতে রামপট্টি এলাকায় রহমতপুর ইউনিয়নে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের একটি নির্বাচনী সভা ছিল। সভার পর তাদের জন্য ভোজের আয়োজন করা হয়। চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে মাহবুবুর রহমান সোহাগ ভোটাদের খাওয়ানোর জন্য এই আয়োজন করেন। রান্নার শেষ পর্যায়ে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে হাজির হন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান প্রার্থীর ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহাগসহ অন্যান্যরা পালিয়ে যান। পরে ভোজের আয়োজন বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি রান্না করা খাবার জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাবারগুলো জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো ৪টি এতিমখানায় বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/এএ