কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প এলাকায় স্বামী কতৃক স্ত্রীকে দা দিয়ে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় রমিজ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। রমিজ ওই ক্যাম্পের নুর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত রবিবার রাতে উনচিপ্রাং ২২ ক্যাম্পের বাসিন্দা রমিজ তার স্ত্রী সবিকাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। ওই ঘটনায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী রোহিঙ্গা রমিজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির