জুলাই সনদের আইনি ভিত্তিসহ ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পূরণ না করে ষড়যন্ত্র চলছে। তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি ফ্যাসিবাদী শক্তির বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।
মিছিল পরবর্তী সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনসহ বিভিন্ন নেতা বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ