গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ দ্বিতীয়বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ গাজীপুরের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়াও কালিয়াকৈর থানার এস আই মো. আনিসুর রহমান ও শ্রীপুর থানার এ এস আই নূরে আলম সিদ্দীক ঢাকা রেঞ্জের যথাক্রমে শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির