দারিদ্র বিমোচন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক হরিজনদের শতকরা ৮০ভাগ কোটায় নিয়োগ নিশ্চিতের দাবিতে হরিজনরা মানববন্ধন-সমাবেশ করেছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মিছিল শেষে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
এ সময় হরিজনরা জানান, তাদের শিক্ষাগত যোগ্যতা নেই এমটা জানার পরও লিখিত পরীক্ষা নেয়া হচ্ছে। হরিজনদের নির্ধারিত পদে অ-হরিজনদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে হরিজনদের মধ্যে বেকারত্ব বাড়ছে, শিক্ষাগত যোগ্যতা না থাকায় তারা ভিন্ন কোনো স্থানেও চাকরি পাচ্ছে না। আবার ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তারা হোটেল- রেস্তোরাঁ দিলে তাদের হাতে কেউ খাচ্ছে না। এমন অবস্থায় লিখিত পরীক্ষা বাতিল করে হরিজনদের নির্দিষ্ট কোটায় চাকরি নিশ্চিতের দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, হরিজন ঐক্য পরিষদ নোয়াখালী শাখার সভাপতি গনেশ হরিজন, সহ-সভাপতি ভাস্কর শুভ হরিজন, সাধারণ সম্পাদক কালা হরিজন, সদস্য কান্তিবালা হরিজনসহ অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন