কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে স্ত্রী খুনের আসামি মো. জাবেদ উল্লাহকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোরতোজা হাসানের ছেলে।
শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাইটংপাড়া বাস টার্মিনাল এলাকার বসত-বাড়ি থেকে তাকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানার পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০ বছর আগে স্ত্রী রোজিনা খাতুনের সাথে বিবাহ হয় রোহিঙ্গা মো. জাবেদ উল্লাহর (৩৭) । পরে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়। তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ