পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদারকে আহবায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নুকে সদস্য সচিব করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার (কুট্টি) এ কমিটির অনুমোদন দেন। বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
এছাড়া একই সঙ্গে গাজী মো. ফারুককে আহবায়ক এবং মুসা তাওহীদ নান্নুকে সদস্য সচিব করে কলাপাড়া পৌর বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পরবর্তী উপজেলা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে বলে উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, যে কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ইতিবাচক। নতুন নেতৃত্ব দলের শক্তি বৃদ্ধি করবে এই প্রত্যাশা আমাদের। এছাড়া আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ