দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে মো. সালেহীন ইসলাম নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে খানসামা উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে। মৃত মো. সালেহীন ইসলাম (৬), খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে।
এসএম রকিসহ স্থানীয়রা জানায়, খেলতে খেলতে বাড়ির সবার অগোচরে বাড়ির পার্শববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। পরে শিশুদের চিৎকারে বাসার লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ