জামালপুরের সদর থানার বাসিন্দা মজনু বেপারীর (৩৯) জালে ধরা পড়েছে ৫ কেজি ১৭৫ গ্রাম ওজনের একটি আইড় মাছ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দোহার উপজেলার মৈনট ঘাটের উত্তর দিকে অবস্থিত পদ্মা নদীতে আইড় মাছটি ধরা পড়ে। পরে শুক্রবার সকালে চরভদ্রাসনে রফিক খানের আড়তে মাছটি ৭ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।
মজনু বেপারী জানান, বৃহস্পতিবার পদ্মা নদীতে তারা ৬ জন মিলে জাল ফেলেন। এক ঘণ্টা পর জাল তুললে আইড় মাছটি ধরা পরে। এর পর রশি দিয়ে বিশেষ পদ্ধতিতে নদীর পানিতে রেখে দেন। শুক্রবার সকাল ৭টার দিকে চরভদ্রাসন সদর বাজারে রফিক খানের আড়তে মাছটি জীবন্ত অবস্থায় ৭ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।
তিনি আরও জানান, সব সময় বেশি ওজনের মাছ পাওয়া যায় না। গত তিন চারদিন ধরে জাল ফেলে মাছের দেখা মিলছিল না। মাছটি পেয়ে উপকার হয়েছে।
রফিকের আড়ত থেকে মাছটি ক্রয় করেন ওই বাজারের মাছ ব্যবসায়ী সামছু বেপারী। তিনি জানান, মাছটি কেনার পর তিনি ওজন দিয়ে দেখেছেন ৫ কেজি ১৭৫ গ্রাম। পরে মো. হায়দার শেখ নামে এক ব্যক্তির নিকট মাছটি ৮ হাজার টাকা বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিলে আইড় মাছ ডিম ছেড়ে থাকে। সেই সময়ের মাছই সাধারণত নভেম্বর-ডিসেম্বরে দেখা যায়। সারা বছরই কমবেশি পদ্মা নদীর আইড় মাছ পাওয়া যায়। তবে ৫ কেজির উপরের মাছ খুব কম দেখা মিলে। শীত মৌসুমে বেশি ওজনের আইড় মাছের দেখা মিলে চরভদ্রাসনে।
বিডি প্রতিদিন/এমআই