বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে মেয়র আব্বাস আলীকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠাবে।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়।
সভা শেষে এ কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুুদ দারা।জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকারের সভাপতিত্বে জেলার নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন