বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।
শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধিতাকারী। তাই এ বিষয়গুলোকে আমাদের ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। কারণ বিরোধিতা করে কেউ কোনোদিন বড় হতে পারেনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মানুষ নৌকায় ভোট দেবে।
অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং কৃষিবিদ রোকনউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী ও মেয়র প্রার্থী মো. মোখলেসুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই