ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর বাজারের পশ্চিম পাশে ধানের জমি সংলগ্ন বিদ্যুতের খুটিতে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় তার কাছ থেকে কিছু টাকা পাওয়া যায়।
লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য মো. রুহুল আমিনসহ স্থানীয়রা ও পুলিশ জানায়, দেখে মনে হচ্ছে লোকটি শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুক । তার পরনে থাকা শার্টের ও লুঙ্গির মধ্যে থেকে ভাংতি কিছু টাকা পয়সা পাওয়া যায়। এতে মনে হচ্ছে লোকটি ভিক্ষা করত। খবর পেয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল